গুগল ম্যাপস ব্যাবহার করুন অফলাইনে
গুগল ম্যাপস যেকোন স্মার্ট ডিভাইসের
জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি অ্যাপ। উইন্ডোজ মোবাইল আগে এর আওতার বাইরে
থাকলেও এখন উইন্ডোজ মোবাইলেও ব্যাবহার করা যায় গুগল ম্যাপস। আর আইওএস
ডিভাইসে তো আছেই। তবে গুগল ম্যাপসের জন্য গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম
এন্ড্রয়েড হল সবচেয়ে বড় প্ল্যাটফরম। প্রত্যেক এন্ড্রয়েড ডিভাইসেই থাকে গুগল
ম্যাপস আর গুগলও ম্যাপবিষয়ক সব পরীক্ষা নিরীক্ষা চালায় এন্ড্রয়েডে।

আপনি যদি কোন ভ্রমনে যাওয়ার প্লান করেন তবে বর্তমান সময়ে অন্যতম প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হল গুগল ম্যাপস। যেকোন এলাকার রাস্তাঘাট, মার্কেট, মসজিদ, ব্যাংক, অফিস, এটিএম বুথ, মোড়, গলি সবকিছুই সহযে খুজে পাওয়া যায় গুগল ম্যাপস ব্যাবহার করে। কিন্তু গুগল ম্যাপস ব্যাবহার করতে ইন্টারনেট সংযোগ অবধারিত।
কিন্তু সমস্যা হয় যখন ইন্টারনেট এর বাইরে থাকি আমরা। হয়ত নেট শেষ হয়ে গেল গন্তব্যে পৌছে আর তখনি দরকার পড়ল গুগল ম্যাপসের। এই সমস্যার সমাধানের জন্য গুগল নিয়ে এসেছে চমৎকার একটি সমাধান। যখন আপনি অফুরন্ত ইন্টারনেটের আওতায় আছেন তখন আপনি কোন নিদৃষ্ট এলাকার ম্যাপ সংরক্ষন করে নিতে পারেন (অনেকটা ফ্রিজে খাবার সংরক্ষন করে রাখার মত!)! সংরক্ষন করলে আপনি ওই এলাকার সকল রাস্তা ঘাট, মার্কেট, অফিস, দোকান, শোরুম, ব্যাংক, এটিএম বুথ, রেস্টুরেন্ট যা কিছু আছে ম্যাপ এ সবকিছুর অবস্থান অফলাইনে উপভোগ করতে পারবেন। তাতে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি যদি কোথাও বেড়াতে বের হন তবে বাসা থেকেই আপনি ওই এলাকার ম্যাপ সম্পূর্নভাবে সংরক্ষন করে নিতে পারবেন আপনার স্মার্টডিভাইসে। তাতে পরবর্তীতে ম্যাপস ব্যাবহার করতে আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
তবে মনে রাখা দরকার কোন পয়েন্ট কে কেন্দ্র করে আপনি আশেপাশের মাত্র ১০ কিলোমিটার অংশ সংরক্ষন করতে পারবেন। এবং অনলাইন ম্যাপের মত জুম ইন বা আউট করতে পারবেন না। আপনি যে অবস্থায় সংরক্ষন করেছেন সে অবস্থায়ই ব্যাবহার করতে পারবেন। এবং ম্যাপ সংরক্ষন করার জন্য স্থানের ডাটা অনুসারে মেগাবাইট ব্যাবহৃত হবে।
প্রক্রিয়াঃ
১. আপনার স্মার্টডিভাইসে ইন্টারনেট সংযোগ দিন। (দ্রুতগতির ওয়াইফাই দিলে সবচেয়ে ভাল হয়)
২. গুগল ম্যাপ চালু করুন।
৩. আপনি যে স্থানের ম্যাপ সংরক্ষন করতে চান সে স্থানের উপরে যান। আর জুম লেভেল ততটুকুই রাখুন যতটুকুতে আপনি সবচেয়ে ভাল এবং বিস্তারিত দেখতে পারেন।
৪. আপনার স্মার্টডিভাইসে ম্যাপের নিচে তিনটি ডট দেওয়া অপশন চাপুন।

৫. “Make available offline” চাপুন।

এর ফলে ম্যাপে আপনার নির্ধারিত অংশ “Offline” এর অন্তর্গত “My Place” এ সংরক্ষিত হবে। এবার আপনি উপভোগ করতে পারবেন গুগল ম্যাপস অফলাইনে!

আপনি যদি কোন ভ্রমনে যাওয়ার প্লান করেন তবে বর্তমান সময়ে অন্যতম প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হল গুগল ম্যাপস। যেকোন এলাকার রাস্তাঘাট, মার্কেট, মসজিদ, ব্যাংক, অফিস, এটিএম বুথ, মোড়, গলি সবকিছুই সহযে খুজে পাওয়া যায় গুগল ম্যাপস ব্যাবহার করে। কিন্তু গুগল ম্যাপস ব্যাবহার করতে ইন্টারনেট সংযোগ অবধারিত।
কিন্তু সমস্যা হয় যখন ইন্টারনেট এর বাইরে থাকি আমরা। হয়ত নেট শেষ হয়ে গেল গন্তব্যে পৌছে আর তখনি দরকার পড়ল গুগল ম্যাপসের। এই সমস্যার সমাধানের জন্য গুগল নিয়ে এসেছে চমৎকার একটি সমাধান। যখন আপনি অফুরন্ত ইন্টারনেটের আওতায় আছেন তখন আপনি কোন নিদৃষ্ট এলাকার ম্যাপ সংরক্ষন করে নিতে পারেন (অনেকটা ফ্রিজে খাবার সংরক্ষন করে রাখার মত!)! সংরক্ষন করলে আপনি ওই এলাকার সকল রাস্তা ঘাট, মার্কেট, অফিস, দোকান, শোরুম, ব্যাংক, এটিএম বুথ, রেস্টুরেন্ট যা কিছু আছে ম্যাপ এ সবকিছুর অবস্থান অফলাইনে উপভোগ করতে পারবেন। তাতে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি যদি কোথাও বেড়াতে বের হন তবে বাসা থেকেই আপনি ওই এলাকার ম্যাপ সম্পূর্নভাবে সংরক্ষন করে নিতে পারবেন আপনার স্মার্টডিভাইসে। তাতে পরবর্তীতে ম্যাপস ব্যাবহার করতে আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
তবে মনে রাখা দরকার কোন পয়েন্ট কে কেন্দ্র করে আপনি আশেপাশের মাত্র ১০ কিলোমিটার অংশ সংরক্ষন করতে পারবেন। এবং অনলাইন ম্যাপের মত জুম ইন বা আউট করতে পারবেন না। আপনি যে অবস্থায় সংরক্ষন করেছেন সে অবস্থায়ই ব্যাবহার করতে পারবেন। এবং ম্যাপ সংরক্ষন করার জন্য স্থানের ডাটা অনুসারে মেগাবাইট ব্যাবহৃত হবে।
প্রক্রিয়াঃ
১. আপনার স্মার্টডিভাইসে ইন্টারনেট সংযোগ দিন। (দ্রুতগতির ওয়াইফাই দিলে সবচেয়ে ভাল হয়)
২. গুগল ম্যাপ চালু করুন।
৩. আপনি যে স্থানের ম্যাপ সংরক্ষন করতে চান সে স্থানের উপরে যান। আর জুম লেভেল ততটুকুই রাখুন যতটুকুতে আপনি সবচেয়ে ভাল এবং বিস্তারিত দেখতে পারেন।
৪. আপনার স্মার্টডিভাইসে ম্যাপের নিচে তিনটি ডট দেওয়া অপশন চাপুন।

৫. “Make available offline” চাপুন।

এর ফলে ম্যাপে আপনার নির্ধারিত অংশ “Offline” এর অন্তর্গত “My Place” এ সংরক্ষিত হবে। এবার আপনি উপভোগ করতে পারবেন গুগল ম্যাপস অফলাইনে!

No comments:
Post a Comment